Today Blog

আজকের সংবাদ ,আমরা অবহেলিত মানুষের কথা বলি -টুডে ব্লগ....

Breaking News

Wednesday, October 03, 2018

Sunday, September 30, 2018

1:43 AM

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

এশিয়া কাপের সফল মিশন শেষে শনিবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার এশিয়া কাপের ফাইনালে শেষ বলের রোমাঞ্চে ভারতের কাছে ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ। এ নিয়ে টানা দুই এশিয়া কাপের ফাইনাল খেললেও শিরোপা ছোঁয়া হলো না টাইগারদের। তবে শিরোপা না পেলেও দেশে ফিরে দলের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শনিবার রাত ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছান টাইগাররা। এবারের এশিয়া কাপ ফাইনাল দিয়ে মোট ৬ বার বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে উঠে বাংলাদেশ। ৬ বারই পরাজিত দলে থেকেছে বাংলাদেশ। বিমানবন্দরে মাশরাফি বলেছেন, যেকোনো একটি শিরোপা জয়ই ভবিষ্যতে নিয়মিত শিরোপার পথ খুলে দেবে।

এবার আসরে ‘বি’ গ্রুপে ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের জয় দিয়ে আসর শুরু করে টাইগাররা। এরপর গ্রুপের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে ১৩৬ রানে হারলেও আগেই সুপার ফোর নিশ্চিত ছিল বাংলাদেশের।

সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। যে ম্যাচে ৭ উইকেটে হারে মাশরাফির দল। এরপর আফগানিস্তানের বিপক্ষে ৩ রানের জয়ে ফাইনালের পথ বাঁচিয়ে রাখে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমি ফাইনাল ম্যাচটি ৩৭ রানে জিতে পা রাখে ফাইনালে।

Wednesday, January 31, 2018

9:55 PM

বিএনপি নেতা আজিজুল বারী হেলাল ‘আটক’


বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে রাতে সাদা পোশাকে পুলিশ তার বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকাটাইমসকে একথা জানিয়েছেন। হেলাল ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনও কেউ নিশ্চিত করছে না।

রিজভী বলেন, ‘রাত পৌনে আট টায় মগবাজার ওয়ারলেসের বাসা থেকে সাদা পোশাকে পুলিশ আজিজুল বারী হেলালকে তুলে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার ঢাকাটাইমসকে বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। কেউ ধরছে কি না তাও জানি না।’

আর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের ভারপ্রাপ্ত উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকাটাইমসকে বলেন, ‘তাকে কেউ ধরেছে কি না জানি না। ধরে থাকলে আপনাকে জানাব।’

এদিকে হেলালের সঙ্গে সেখান থেকে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ছাত্রদল। এদের মধ্যে আছেন মোহন, পার্থ, বাবু, মাসুদ।

ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না বলেন, ‘রাত আটটার দিকে আজিজুল বারী হেলালকে আটক করেছে ডিবির একটি দল। এ সময় সেখান থেকে আরো পাঁচ জন ছাত্রদল নেতাকেও আটক করা হয়।’

আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়াচ্ছে। বিএনপি অভিযোগ করছে তাদের নেত্রীকে সরকার অন্যায়ভাবে সাজা দেয়ার চেষ্টা করছে। আর রায় বিরুদ্ধে গেলে আন্দোলনের হুমকি দিয়ে রেখেছে বিএনপি।

মঙ্গলবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলয় যুক্তি উপস্থাপনের প্রথম দিন খালেদা জিয়ার আদালতে হাজিরা শেষে তুলকালাম হয় হাইকোর্ট এলাকায়। বিএনপির দুই নেতাকে আটকের পর প্রিজন ভ্যানের দরজা ভেঙে তাদেরকে ছিনিয়ে নেয় বিএনপির নেতা-কর্মীরা।

এরপর থেকেই গ্রেপ্তার অভিযানে নামে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটক করা হয় ৬৯ জনকে।