এ বৈশাখী উৎসবে ১১টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন সাবেক উপমন্ত্রী এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠণীক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।এ সময় উপস্থিত ছিলেন বৈশাখী উৎসব উদ্যাপন কমিটির আহবায়ক বড়বাড়ি ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী মোল্লা,লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান এ,কে,এম মমিনুল হক, জেলা বিএনপির প্রচার সম্পাদক বড়বাড়ী কলেজের প্রভাষক এবিএম ফারুক সিদ্দিকী, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমন, পঞ্চগ্রাম ইউপি চেয়ারম্যান, মোঃ দেলোয়ার হোসেন মাস্টার প্রমুখ।
বড়বাড়ীর খবর
4:37 PM
বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু ছুটে চলেছেন বানভাসী মানুষের দুয়ারে দুয়ারে
ঘুম নেই তার দু”নয়ণে, দিনের আলো থেক কাক ডাকা ভোর ছুটে চলেছেন তিনি বানভাসী মানুষের দুয়ারে দুয়ারে। তিনি তার চারপাশের মানুষ গুলোর কষ্ট দেখে, যখন যেভাবে পারছেন অর্থ, খাবার, কাপড, ঔষধ নিয়ে ছুটে চলেছেন অবিরাম বন্যায় ক্ষতিগ্রস্থ তার প্রানের মানুষদের কাছে শহীদ জিয়ার আদর্শ লালন করে কেন্দ্রীয় বিএনপি কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তার নিজস্ব উদ্যোগে দিবারাত্রি ত্রাণ সামগ্রী বিতরণ করছেন|
কুলাঘাট ও গোকুন্ডা ইউনিয়নে ত্রাণ বিতরণ করতে এসে তিনি বলেন, লালনিরহাট সদর উপজেলার এক তৃতীয়াংশ এলাকা এখন বানের পানিতে ভাসছে। পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট এবং ফসলি জমি। এ অবস্থায় বেকার হয়ে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। সরকার দলীয়করণের কারনে বন্যার্ত মানুষ সরকারের সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে, সরকার যে সহায়তা করছে তাদের দলীয় লোকজন ভাগাভাগি করে নিচ্ছে।বন্যার পানি কমতে শুরু করায় বন্যার্ত মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এদের সুচিকিৎসার ব্যাবস্থা ও তাদের পুর্নবাসনের করার জন্য সরকারের সহায়তা কামনা করেন তিনি।
এছাড়াও তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্ববান জানান|





