Today Blog

আজকের সংবাদ ,আমরা অবহেলিত মানুষের কথা বলি -টুডে ব্লগ....

Breaking News

Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Monday, April 24, 2017

11:17 PM

‘কৃষকের কান্না’

চৈত্রের রাত হঠাৎ বজ্রপাত
ভেঙ্গে গেল কৃষকের ঘুম
চারিদিকে কোলাহল বন্যার জল
ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়ার ধুম।
আকাশ চরম ক্ষুব্ধ
সূর্য মেঘে অবরুদ্ধ
প্রকৃতির খেয়াল চৈত্রে অনাসৃষ্টি
নীলাম্বরে অভিমানে ভারী বৃষ্টি।
পথে মাঠে পাহাড় পর্বতে
নদী-নালা খাল-বিল সমতল
ভরে গেল সব বন্যার প্রবল জল
ডুবে গেল কৃষকের সোনালী ফসল।
কৃষকের আজ মাথায় হাত
চোখের কাছে তার বাঁধ ভাঙ্গা সড়ক
পানির নিচে ডুবে আছে ফসলের মাঠ
আগামি দিন তার কঠিন যন্ত্রণা নরক।
এমন দুসময়ে কে এসে দাঁড়াবে পাশে
কি করুণা পাবে সে রাস্ট্রের কাছে
এ অপ্রত্যাশিত আঘাত তার পরিবার
কেমন করে সইবে অনাহার মরক।


মঞ্জুরুল হক তারা

Friday, March 31, 2017

3:02 PM

শিরোনাম দিতে পারিনি

শিরোনাম দিতে পারিনি
......................................

 ছিলাম বেশ ছোট্ট শিশুটি আমি
শুধু ছিলো কিছু বায়না, আর কিছুনা
না পেলে কিছু কান্না
আর কিছুই না।

এরপর
গায়ের ধুলো বালি ঝেড়ে
আমি তুমি
আর তুই তোদের এর দলে।

ভেবেছিলাম জীবন যুদ্ধে
এগিয়ে যাবো সগৌরবে
গড়ার আগেই ভেংগে গেলাম।

আজ আমি পথ হারা
যে আমি তোদের দেখাতে চেয়েছিলাম পথ
নিজেই হারিয়ে গেলাম জলজ্যান্ত দুপুরে
রাজপথে।

না কিছু বলিসনা
এখুনি যাবে বেলা
ফুলদানির ফুল ক্ষনজীবিই হয়।

...........................................