Today Blog

আজকের সংবাদ ,আমরা অবহেলিত মানুষের কথা বলি -টুডে ব্লগ....

Breaking News

Saturday, April 15, 2017

লালমনিরহাটে পয়লা বৈশাখে ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন

লালমনিরহাটে গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবারের মতো এবারেও পয়লা বৈশাখে তিন দিনব্যাপী ঘোড়দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু
রংপুর-কুড়িগ্রাম সড়কের পাশে আবস্থিত বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়। ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য কলেজ মাঠের চারদিকে জড়ো হয়েছিলেন লাখো দর্শনার্থী। শিশু থেকে শুরু করে বয়স্করাও ভীড় জমিয়েছিলেন ঘোড়া দৌড় দেখার জন্য। টেলিভিশনে ঘোড়া দৌড় দেখে অভ্যস্ত শিশুরা বাস্তবে তা দেখার জন্য উৎসুক দর্শনার্থীদের সাথে মিশে একাকার হয়েছিল। গৃহিনীরাও বসে ছিলেন না ঘরে। তারাও এসেছিলেন ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে। কলেজের বারান্দা, ছাদে ও গাছের মগডালে ছিল না কোন জায়গা। মাঠের চারপাশে সবখানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। আনন্দ উল্লাসে উদ্দোলিত হয়ে ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করে তৃপ্তি লাভের কথা জানান উৎসুক দর্শনার্থীরা। শুধু লালমনিরহাট জেলার পাড়া, মহল্লা, গ্রাম, ইউনিয়ন থেকে নয় পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রাম, রংপুর থেকে দর্শনার্থীরা বড়বাড়ী শহীদ আবুল কাশেম কলেজ মাঠে এসেছিলেন ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করার জন্য।
তবে এবারের সেরা আকর্ষণ দেশ সেরা ও একমাত্র নারী শাওয়ারী তসলিমা ঘোড়া নিয়ে শনিবার এ প্রতিযোগিতায় অংশ নিবেন বলেও আয়োজকরা জানিয়েছেন।
এ ছাড়াও তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ঘোড় দৌড়ের পাশাপাশি মোরগ ধরা, চেগুপেন্টি, হাডুডু, চকোর চাল, উটকুন দিয়ে দড়ি বুনন, জাল বুনন, বাটুল খেলা, গুড্ডির মেলা, লাঠি খেলা, পিচ্ছিল বাঁশে উঠাসহ বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মমিনুল হক, শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের উপাধ্যাক্ষ গোলাম মর্তুজা মিঠু, বড়বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আলী মোল্লা, পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাষ্টার প্রমুখ উপস্থিথ ছিলেন।

No comments:

Post a Comment