Today Blog

আজকের সংবাদ ,আমরা অবহেলিত মানুষের কথা বলি -টুডে ব্লগ....

Breaking News

Showing posts with label SPORTS. Show all posts
Showing posts with label SPORTS. Show all posts

Thursday, April 06, 2017

Wednesday, April 05, 2017

1:35 AM

প্রথম টি-২০তে বাংলাদেশের হার ৬ উইকেটে

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামার কথা ছিল দুই দলের। তবে, দুই দলের জাতীয় সংগীতের পর পরই বৃষ্টি নামে কলম্বোয়। তাতে ম্যাচ শুরুতে বিলম্ব হয়। তবে, কোনো ওভার কাটা হয়নি। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তে টাইগারদের হয়ে ওপেনিং করতে নামেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন তামিম। লাসিথ মালিঙ্গা দ্বিতীয় বলেই বোল্ড করে ফিরিয়ে দেন তামিমকে। প্রথম ওভারে এক উইকেট হারিয়ে ৬ রান তোলে বাংলাদেশ।
ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই রান আউট হন সাব্বির রহমান (১৬)। দলীয় ৫৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি সৌম্য। ব্যক্তিগত ২৯ রানে বিদায় নেন তিনি। ২০ বলে তিনটি চার আর একটি ছক্কায় ইনিংস সাজিয়ে ভিকুম সঞ্জয়ার বলে পেরেরার তালুবন্দি হন সৌম্য। দলীয় ৫৭ রানেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। নমব ওভারের দ্বিতীয় বলে আসেলা গুনারন্তের ডেলিভারিতে বোল্ড হন মুশফিকুর রহিম। ৯ বলে এক চারে ৮ রান করেন তিনি।
দলীয় দ্বাদশ ওভারের প্রথম বলে আউট হন সাকিব আল হাসান। সেকেগু প্রশন্নর বলে গুনারত্নেকে ক্যাচ দেওয়ার আগে ১৫ বলে ১১ রান করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ১৯তম ওভারে মালিঙ্গার প্রথম বলেই বোল্ড হন মাহমুদল্লাহ রিয়াদ। ২৬ বলে তিন চারে ৩১ রান করেন তিনি। ৩০ বলে তিনটি চারের সাহায্যে ৩৪ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৯ রানে অপরাজিত থাকেন মাশরাফি বিন মর্তুজা।
১৫৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করে শ্রীলঙ্কা। তবে নিজের পর পর দুই ওভারে দুটি উইকেট তুলে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন মাশরাফি বিন মর্তুজা। উপল থারাঙ্গাকে ২৪ রানে মোস্তাফিজের ক্যাচ ও দিলশান মুনাবেরাকে ৮ রানে নিজেরই ক্যাচ বানিয়ে ফেরান তিনি। ১৫তম ওভারের তৃতীয় বলে সাব্বির রহমানের থ্রোতে রান আউট হয়ে ফেরেন আসেলা গুনারত্নে। তিনি ১৮ বলে ১৭ রান করেন। সর্বোচ্চ ৭৭ রান করা ওপেনার কুশাল পেরেরাকে ফেরান তাসকিন আহমেদ। ৫৩ বলে ৯ চার ও একটি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। শেষ দিকে প্রশন্ন ২২ ও থিসারা পেরেরা ৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
1:14 AM

টি-টোয়েন্টিকে বিদায় বললেন মাশরাফি

সবাইকে চমকে দিলেন মাশরাফি বিন মুর্তজা  জানিয়ে দিলেন, এটিই তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ!
বাংলাদেশ টিম কে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল এ ১০ বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের। আমি বিশ্বাস করি বর্তমান দলটি একটি ভাল দল এবং দলে কিছু উদীয়মান খেলোয়াড় আছে। আমার উপর আস্থা রাখার জন্য এবং আমাকে এত চমৎকার দলের নেতৃত্ব প্রদানের সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। আমি আমার সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সবসময় সমর্থন করার জন্য। এই সুদীর্ঘ ক্যারিয়ারে উত্থান এবং পতন ছিল। আমি সবসময় চেষ্টা করেছি আমার ফ্যানদের কে খুশি করার। আমি আমার প্রত্যেক ফ্যান এর কাছে তাদের কে প্রতি ম্যাচে খুশি করতে না পারার জন্য ক্ষমা চাইছি। এই মুহূর্তে দল হিসেবে আমরা ভাল খেলছি। আমি নিশ্চিত বাংলাদেশ সামনের দিনগুলো তেও ভাল ক্রিকেট খেলবে।
আমি মনে করি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময় যাতে অনেক তরুণ উদীয়মান ক্রিকেটার তাদের প্রতিভা তুলে ধরতে পারে এবং বিসিবি তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। আমি বাংলাদেশ এর টি-টোয়েন্টি টিম এর নতুন অধিনায়ক কে আগাম অভিনন্দন জানাই এবং আমি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় সামনে আসবে।
শীঘ্রই আবার দেখা হবে। সকলের জন্য আমার আন্তরিক ভালবাসা।

Tuesday, April 04, 2017

8:40 AM

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আজ।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ৬ এপ্রিল দ্বিতীয় টি-২০। এর আগে টেস্টের (দুই ম্যাচ) পর তিন ম্যাচের ওডিআই সিরিজও শেষ হয় ১-১ সমতায় (দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত)।
বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জও বটে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ওয়ানডে সিরিজ বাঁচিয়ে ছন্দে ফেরে লঙ্কানরা। সে যাই হোক, ভিন্ন ফরমেটে ইতিবাচক ফলাফলে চোখ ‍রাখছে মাশরাফি বিন মর্তুজার দল।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে পাঁচবারের দেখায় চারটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও বাংলাদেশ শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে সবশেষ ম্যাচের জয়/
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, টেন স্পোর্টস, টেন-৩ ও টেন-১ এইচডি।