Today Blog

আজকের সংবাদ ,আমরা অবহেলিত মানুষের কথা বলি -টুডে ব্লগ....

Breaking News

Tuesday, April 04, 2017

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আজ।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ৬ এপ্রিল দ্বিতীয় টি-২০। এর আগে টেস্টের (দুই ম্যাচ) পর তিন ম্যাচের ওডিআই সিরিজও শেষ হয় ১-১ সমতায় (দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত)।
বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জও বটে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ওয়ানডে সিরিজ বাঁচিয়ে ছন্দে ফেরে লঙ্কানরা। সে যাই হোক, ভিন্ন ফরমেটে ইতিবাচক ফলাফলে চোখ ‍রাখছে মাশরাফি বিন মর্তুজার দল।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে পাঁচবারের দেখায় চারটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও বাংলাদেশ শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে সবশেষ ম্যাচের জয়/
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, টেন স্পোর্টস, টেন-৩ ও টেন-১ এইচডি।

No comments:

Post a Comment