Today Blog

আজকের সংবাদ ,আমরা অবহেলিত মানুষের কথা বলি -টুডে ব্লগ....

Breaking News

Sunday, April 16, 2017

মা‌য়ের পা ভে‌ঙ্গে দিল পাষণ্ড ছে‌লে

এক পাষণ্ড ছে‌লে তার গর্ভধারিণী মা‌কে বেধরক মার‌পিট ক‌রে ক্ষান্ত হয়‌নি। অব‌শে‌ষে একপা ভে‌ঙ্গে দি‌য়ে বা‌ড়ি থে‌কে তা‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে। ছে‌লের হা‌তে নির্যা‌তিত মা এখন হাসপাতা‌লে ভ‌র্তি র‌য়ে‌ছে।
ঘটনা‌টি ঘ‌টে‌ছে গত বৃহষ্প‌তিবার রাত ১১টায় লালম‌নিরহা‌ট সদর উপ‌জেলার মোগলহাট ইউ‌নিয়‌নের কোদাল খাতা গ্রা‌মে।

জানাগেছে , কোদাল খাতা গ্রা‌মের আ‌মির উ‌দ্দি‌নের স্ত্রী আয়শা বেগম (৫৫) কে তার পাষণ্ড ছে‌লে আশরাফুল মিয়া (৩৫) পা‌রিবারিক তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে প্রায় সময় মারধর কর‌তো।
কিন্তু ১৩ এ‌প্রিল রাতে পা‌রিবা‌রিক বিষয় নি‌য়ে মা‌য়ের সা‌থে কথার কম‌বেশি হওয়ায় পাষণ্ড আশরাফুল  বাশের লা‌ঠি দি‌য়ে আয়শা বেগম‌কে মারধর ক‌রে তার বাম পা ভে‌ঙ্গে দি‌য়ে থালা, বাসন, কাপড়সহ বাড়ি থে‌কে তা‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছেন।
প‌রে এলাকাবাসী অসহায় মা‌কে উদ্ধার ক‌রে লালম‌নিরহাট সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন। তি‌নি এখন হাসপাতা‌লে চিকিৎসাধীন র‌য়ে‌ছেন।

No comments:

Post a Comment