Today Blog

আজকের সংবাদ ,আমরা অবহেলিত মানুষের কথা বলি -টুডে ব্লগ....

Breaking News

Showing posts with label top news. Show all posts
Showing posts with label top news. Show all posts

Sunday, April 23, 2017

4:36 PM

১৩টি সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন সাবেক উপমন্ত্রী-দুলু।

আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার এই শ্লোগান কে ধারন করে সচেতনতা মুলক সাইকেল র‍্যালীর শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আলোকিত লালমনিরহাটের রূপকার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ।
 ১৩টি সামাজিক অপরাধ প্রতিরোধে লক্ষে  মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে‘আলোকিত লালমনিরহাট’ নামের এই সংগঠন। রবিবার দুপুরে সদর উপজেলার শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের মুখপাত্র ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এরপর সেখানে জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠ করে প্রায় দেড় হাজার বাই সাইকেল নিয়ে র‌্যালিতে অংশ নেন তারা।
 র‌্যালিটি রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক হয়ে পঞ্চগ্রাম ইউনিয়ন প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী সিন্দুর মতির দিঘীতে এসে শেষ হয়। 
আয়োজকরা জানান, বর্তমানে লালমনিরহাটে সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এবং দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথা চাড়া দেয়ার কারণে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।


আলোকিত লালমনিরহাটের মুখপাত্র অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের এ আয়োজন। মাসব্যাপী এই কর্মসূচি চলবে। এতে মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সামাজিক অপরাধ সমুহ ঃ
১) বাল্য বিবাহ মুক্ত সমাজ ও লালমনিরহাট
২) বহুবিবাহ মুক্ত সমাজ ও লালমনিরহাট
৩) যৌতুক মুক্ত সমাজ ও লালমনিরহাট
৪) মাদকমুক্ত সমাজ ও লালমনিরহাট
৫) দুর্নীতি মুক্ত সমাজ ও লালমনিরহাট
৬) এসিড সন্ত্রাস মুক্ত সমাজ ও লালমনিরহাট
৭) সন্ত্রাসমুক্ত সমাজ ও লালমনিরহাট
৮) নারী নির্যাতন মুক্ত সমাজ ও লালমনিরহাট
৯) জুয়া মুক্ত সমাজ ও লালমনিরহাট
১০) নকল মুক্ত শিক্ষা মুক্ত সমাজ ও লালমনিরহাট
১১) পতিতাবৃত্তি মুক্ত সমাজ ও লালমনিরহাট
১২) ভিক্ষাবৃত্তি মুক্ত সমাজ ও লালমনিরহাট
১৩) জঙ্গীবাদ মুক্ত সমাজ ও লালমনিরহাট
১৪) পলিথিন মুক্ত সমাজ ও লালমনিরহাট

Saturday, April 15, 2017

2:36 AM

লালমনিরহাটে পয়লা বৈশাখে ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন

লালমনিরহাটে গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবারের মতো এবারেও পয়লা বৈশাখে তিন দিনব্যাপী ঘোড়দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু
রংপুর-কুড়িগ্রাম সড়কের পাশে আবস্থিত বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়। ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য কলেজ মাঠের চারদিকে জড়ো হয়েছিলেন লাখো দর্শনার্থী। শিশু থেকে শুরু করে বয়স্করাও ভীড় জমিয়েছিলেন ঘোড়া দৌড় দেখার জন্য। টেলিভিশনে ঘোড়া দৌড় দেখে অভ্যস্ত শিশুরা বাস্তবে তা দেখার জন্য উৎসুক দর্শনার্থীদের সাথে মিশে একাকার হয়েছিল। গৃহিনীরাও বসে ছিলেন না ঘরে। তারাও এসেছিলেন ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে। কলেজের বারান্দা, ছাদে ও গাছের মগডালে ছিল না কোন জায়গা। মাঠের চারপাশে সবখানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। আনন্দ উল্লাসে উদ্দোলিত হয়ে ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করে তৃপ্তি লাভের কথা জানান উৎসুক দর্শনার্থীরা। শুধু লালমনিরহাট জেলার পাড়া, মহল্লা, গ্রাম, ইউনিয়ন থেকে নয় পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রাম, রংপুর থেকে দর্শনার্থীরা বড়বাড়ী শহীদ আবুল কাশেম কলেজ মাঠে এসেছিলেন ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করার জন্য।
তবে এবারের সেরা আকর্ষণ দেশ সেরা ও একমাত্র নারী শাওয়ারী তসলিমা ঘোড়া নিয়ে শনিবার এ প্রতিযোগিতায় অংশ নিবেন বলেও আয়োজকরা জানিয়েছেন।
এ ছাড়াও তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ঘোড় দৌড়ের পাশাপাশি মোরগ ধরা, চেগুপেন্টি, হাডুডু, চকোর চাল, উটকুন দিয়ে দড়ি বুনন, জাল বুনন, বাটুল খেলা, গুড্ডির মেলা, লাঠি খেলা, পিচ্ছিল বাঁশে উঠাসহ বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মমিনুল হক, শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের উপাধ্যাক্ষ গোলাম মর্তুজা মিঠু, বড়বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আলী মোল্লা, পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাষ্টার প্রমুখ উপস্থিথ ছিলেন।

Friday, March 31, 2017

4:21 PM

লালমনিরহাটে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাটির ভার মাথায় নিলেন সাবেক উপ-মন্ত্রী দুলু

লালমনিরহাট জেলার বড়বাড়ী ইউনিয়নের বড়বাসুরিয়া থেকে চর বুদারু পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ।
বৃহস্পতিবার দুপুরে বড়বাড়ী ইউনিয়নের বড়বাসুরিয়া স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাটি কাটা হয়
বার বার চাহিদা দেয়া সত্ত্বেও সরকারের কোন মহল থেকেই রাস্তাটি মেরামতের ব্যবস্থা না করেন নি। তাই শেষ পর্যন্ত বড়বাড়ী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ জনগণ সহ রাস্তাটিতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাটি কাটা হয় ।
চর এলাকার মানুষজনের দুর্দশা লাঘব করবার এই মহতী পরিকল্পনা গ্রহণ করে নিজেও মাটি কাটায় অংশগ্রহণ করেন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ মন্ত্রী এবং জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ অাসাদুল হাবিব দুলু ।