বড়বাড়ীর খবর
4:36 PM
১৩টি সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন সাবেক উপমন্ত্রী-দুলু।
আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার এই শ্লোগান কে ধারন করে সচেতনতা মুলক সাইকেল র্যালীর শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আলোকিত লালমনিরহাটের রূপকার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ।
১৩টি সামাজিক অপরাধ প্রতিরোধে লক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে‘আলোকিত লালমনিরহাট’ নামের এই সংগঠন। রবিবার দুপুরে সদর উপজেলার শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের মুখপাত্র ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এরপর সেখানে জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠ করে প্রায় দেড় হাজার বাই সাইকেল নিয়ে র্যালিতে অংশ নেন তারা।
র্যালিটি রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক হয়ে পঞ্চগ্রাম ইউনিয়ন প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী সিন্দুর মতির দিঘীতে এসে শেষ হয়।
১৩টি সামাজিক অপরাধ প্রতিরোধে লক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে‘আলোকিত লালমনিরহাট’ নামের এই সংগঠন। রবিবার দুপুরে সদর উপজেলার শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের মুখপাত্র ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এরপর সেখানে জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠ করে প্রায় দেড় হাজার বাই সাইকেল নিয়ে র্যালিতে অংশ নেন তারা।
র্যালিটি রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক হয়ে পঞ্চগ্রাম ইউনিয়ন প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী সিন্দুর মতির দিঘীতে এসে শেষ হয়।
আয়োজকরা জানান, বর্তমানে লালমনিরহাটে
সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এবং দেশে
সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথা চাড়া দেয়ার কারণে তারা বিভিন্ন কর্মসূচি হাতে
নিয়েছে।
আলোকিত লালমনিরহাটের
মুখপাত্র অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে
আমাদের এ আয়োজন। মাসব্যাপী এই কর্মসূচি চলবে। এতে মানুষের মাঝে ইতিবাচক
সাড়া ফেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সামাজিক অপরাধ সমুহ ঃ
১) বাল্য বিবাহ মুক্ত সমাজ ও লালমনিরহাট
২) বহুবিবাহ মুক্ত সমাজ ও লালমনিরহাট
৩) যৌতুক মুক্ত সমাজ ও লালমনিরহাট
৪) মাদকমুক্ত সমাজ ও লালমনিরহাট
৫) দুর্নীতি মুক্ত সমাজ ও লালমনিরহাট
৬) এসিড সন্ত্রাস মুক্ত সমাজ ও লালমনিরহাট
৭) সন্ত্রাসমুক্ত সমাজ ও লালমনিরহাট
৮) নারী নির্যাতন মুক্ত সমাজ ও লালমনিরহাট
৯) জুয়া মুক্ত সমাজ ও লালমনিরহাট
১০) নকল মুক্ত শিক্ষা মুক্ত সমাজ ও লালমনিরহাট
১১) পতিতাবৃত্তি মুক্ত সমাজ ও লালমনিরহাট
১২) ভিক্ষাবৃত্তি মুক্ত সমাজ ও লালমনিরহাট
১৩) জঙ্গীবাদ মুক্ত সমাজ ও লালমনিরহাট
১৪) পলিথিন মুক্ত সমাজ ও লালমনিরহাট
১) বাল্য বিবাহ মুক্ত সমাজ ও লালমনিরহাট
২) বহুবিবাহ মুক্ত সমাজ ও লালমনিরহাট
৩) যৌতুক মুক্ত সমাজ ও লালমনিরহাট
৪) মাদকমুক্ত সমাজ ও লালমনিরহাট
৫) দুর্নীতি মুক্ত সমাজ ও লালমনিরহাট
৬) এসিড সন্ত্রাস মুক্ত সমাজ ও লালমনিরহাট
৭) সন্ত্রাসমুক্ত সমাজ ও লালমনিরহাট
৮) নারী নির্যাতন মুক্ত সমাজ ও লালমনিরহাট
৯) জুয়া মুক্ত সমাজ ও লালমনিরহাট
১০) নকল মুক্ত শিক্ষা মুক্ত সমাজ ও লালমনিরহাট
১১) পতিতাবৃত্তি মুক্ত সমাজ ও লালমনিরহাট
১২) ভিক্ষাবৃত্তি মুক্ত সমাজ ও লালমনিরহাট
১৩) জঙ্গীবাদ মুক্ত সমাজ ও লালমনিরহাট
১৪) পলিথিন মুক্ত সমাজ ও লালমনিরহাট









