Today Blog

আজকের সংবাদ ,আমরা অবহেলিত মানুষের কথা বলি -টুডে ব্লগ....

Breaking News

Friday, March 31, 2017

শিরোনাম দিতে পারিনি

শিরোনাম দিতে পারিনি
......................................

 ছিলাম বেশ ছোট্ট শিশুটি আমি
শুধু ছিলো কিছু বায়না, আর কিছুনা
না পেলে কিছু কান্না
আর কিছুই না।

এরপর
গায়ের ধুলো বালি ঝেড়ে
আমি তুমি
আর তুই তোদের এর দলে।

ভেবেছিলাম জীবন যুদ্ধে
এগিয়ে যাবো সগৌরবে
গড়ার আগেই ভেংগে গেলাম।

আজ আমি পথ হারা
যে আমি তোদের দেখাতে চেয়েছিলাম পথ
নিজেই হারিয়ে গেলাম জলজ্যান্ত দুপুরে
রাজপথে।

না কিছু বলিসনা
এখুনি যাবে বেলা
ফুলদানির ফুল ক্ষনজীবিই হয়।

...........................................

No comments:

Post a Comment