এ বৈশাখী উৎসবে ১১টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন সাবেক উপমন্ত্রী এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠণীক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।এ সময় উপস্থিত ছিলেন বৈশাখী উৎসব উদ্যাপন কমিটির আহবায়ক বড়বাড়ি ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী মোল্লা,লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান এ,কে,এম মমিনুল হক, জেলা বিএনপির প্রচার সম্পাদক বড়বাড়ী কলেজের প্রভাষক এবিএম ফারুক সিদ্দিকী, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমন, পঞ্চগ্রাম ইউপি চেয়ারম্যান, মোঃ দেলোয়ার হোসেন মাস্টার প্রমুখ।
কবিতা
11:17 PM
‘কৃষকের কান্না’
চৈত্রের রাত হঠাৎ বজ্রপাত
ভেঙ্গে গেল কৃষকের ঘুম
চারিদিকে কোলাহল বন্যার জল
ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়ার ধুম।
আকাশ চরম ক্ষুব্ধ
সূর্য মেঘে অবরুদ্ধ
প্রকৃতির খেয়াল চৈত্রে অনাসৃষ্টি
নীলাম্বরে অভিমানে ভারী বৃষ্টি।
পথে মাঠে পাহাড় পর্বতে
নদী-নালা খাল-বিল সমতল
ভরে গেল সব বন্যার প্রবল জল
ডুবে গেল কৃষকের সোনালী ফসল।
কৃষকের আজ মাথায় হাত
চোখের কাছে তার বাঁধ ভাঙ্গা সড়ক
পানির নিচে ডুবে আছে ফসলের মাঠ
আগামি দিন তার কঠিন যন্ত্রণা নরক।
এমন দুসময়ে কে এসে দাঁড়াবে পাশে
কি করুণা পাবে সে রাস্ট্রের কাছে
এ অপ্রত্যাশিত আঘাত তার পরিবার
কেমন করে সইবে অনাহার মরক।
মঞ্জুরুল হক তারা
ভেঙ্গে গেল কৃষকের ঘুম
চারিদিকে কোলাহল বন্যার জল
ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়ার ধুম।
আকাশ চরম ক্ষুব্ধ
সূর্য মেঘে অবরুদ্ধ
প্রকৃতির খেয়াল চৈত্রে অনাসৃষ্টি
নীলাম্বরে অভিমানে ভারী বৃষ্টি।
পথে মাঠে পাহাড় পর্বতে
নদী-নালা খাল-বিল সমতল
ভরে গেল সব বন্যার প্রবল জল
ডুবে গেল কৃষকের সোনালী ফসল।
কৃষকের আজ মাথায় হাত
চোখের কাছে তার বাঁধ ভাঙ্গা সড়ক
পানির নিচে ডুবে আছে ফসলের মাঠ
আগামি দিন তার কঠিন যন্ত্রণা নরক।
এমন দুসময়ে কে এসে দাঁড়াবে পাশে
কি করুণা পাবে সে রাস্ট্রের কাছে
এ অপ্রত্যাশিত আঘাত তার পরিবার
কেমন করে সইবে অনাহার মরক।
মঞ্জুরুল হক তারা











সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। চলুন দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে
এগিয়ে যাই । 












